•হাওর, বাওর, খাল,বিল, নদী-নালা,পাহাড়, টিলা, বনাঞ্চল আর সমতল ভূমির অপূর্ব সমন্বয়ে গঠিত এ সিলেট অঞ্চল।
•অঞ্চলের মোট আয়তন ১২৫০৫.৩২ বর্গকিঃমিঃ
•মোট জনসংখ্যা ১,১২,৮৯,৫৯২ জন ( ২০২২ সনের আদম শুমারী অনুযায়ী)।
•সিলেট অঞ্চল সিলেট,মৌলভীবাজার,হবিগঞ্জ এবং সুনামগঞ্জ এই চারটি জেলা নিয়ে গঠিত।
•এ অঞ্চল কৃষি পরিবেশ অঞ্চল ১৯,২০,২১,২২,২৯ ও ৩০ এর অন্তর্ভূক্ত।
•অঞ্চলে আবাদি জমির শতকরা ৪০ ভাগই হাওর এলাকায়।
•এ অঞ্চলে অসংখ ছোট বড় হাওর, বিল আর প্রাকৃতিক জলাধার আছে, যার কোন কোনটির আয়তন ১,০০০ থেকে ৪১,০০০ হেক্টর পর্যন্ত।
•বিখ্যাত হাকালুকি ও টাঙ্গুয়ার হাওর এই সিলেট অঞ্চলেই অবস্থিত।
•বাৎসরিক (২০২১-২২ সন) মোট খাদ্য উৎপাদন ৩৫,২০,২৯১ মেঃটন
•উদ্বৃত্ত খাদ্যের পরিমান ১১,১৬,৫৯৯ মেঃ টন
•নিট ফসলী জমির পরিমান বর্তমানে ৭,৪৩,২৪৪ হেক্টর এবং শস্য নিবিড়তার হার ১৬৮% ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS